জয়পুরহাটে ডিজিটাল ডিভাইসের (ট্যাব) মাধ্যমে অনলাইনে জুয়া খেলার সময় সাতজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার বরইতলী বাজার থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের জুবাইদুল (৩২), ফিরোজ (৩০), শাহীন (২৫), সোহেল রানা (৩২), আনিসুর রহমান (৩৫,) বাবু (৩১) ও মজিদ (৩৬)।
ওসি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে জুয়ার অ্যাপস ডাউনলোড করে জুয়া খেলে আসছে। সদর উপজেলার বরইতলী বাজারে অনলাইনে জুয়ার আসর বসেছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এমআই