গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মীর জোবায়ের কবির (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীর তিস্তার গেইট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত ওই ব্যক্তি রাজশাহী জেলার শাহ মখদুম থানার ছোট বনগ্রাম গ্রামের মীর আহসানুল কবিরের ছেলে।
পুলিশ জানায়, জোবায়ের ওই এলাকার রেললাইনদিয়ে হাটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়া গামী তিতাস কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর জখম হন। টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ (এসআই) নূর মোহাম্মদ বলেন,লাশ উদ্ধারেরবিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান।
বিডি প্রতিদিন/এএম