২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৯

বগুড়ায় অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত

বগুড়া সারিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আতিক হাসান (১০) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। নিহত আতিক উপজেলার হাটফুলবাড়ী ইউপির ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে হাটফুলবাড়ী আমতলী গ্রামের আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, আতিকের মা রাসেদা বেগম আতিককে নিয়ে স্কুল হতে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বাড়ী ফেরার সময় দুপুর ১ টা ৩০ মিনিটে আমতলী সেতুর নিকটে সারিয়াকান্দি হতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তার মা ও স্থনীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত বলে ঘোষণা করেন।

আতিকের মা রাসেদা বেগম বলেন, আমার চোখের সামনেই আমার ছেলেকে অটোরিকশা মেরে দিয়ে গেছে। আমি অটোরিকশা চালকের ফাঁসি চাই।
হাটফুলবাড়ি ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ জানান বগুড়া সারিয়াকান্দি সড়কে কিছু চালক বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করেন। এ কারণে এখানে খুব বেশি দুর্ঘটনা হচ্ছে।
এদিকে অটোচাপায় আতিকের মৃত্যুর ঘটনায় বিকাল ৩ টা ৩০ মিনিটে বিক্ষুব্ধ গ্রামবাসীসড়ক অবরোধ করেছে। বিক্ষোভকারীরা বলেন, আমতলী সেতুর নিকট এর আগেও কয়েকটি দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এখানে চালকরা বেপরোয়া যানবাহন চালান। সারিয়াকান্দি হতে আসা এস এস সি পরীক্ষার্থীদের বহন করা বেপরোয়া একটি অটোরিকশা আতিককে চাপা দিয়েছে। আতিককে সারিয়াকান্দি হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা তার দ্রæত কোন চিকিৎসা করেননি। হাসপাতালের চিকিৎসার গড়িমসি ও অটোরিকশা চালকের বিচারের দাবিতে তারা বগুড়া সারিয়াকান্দি সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় । পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয় এবং  বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর