২৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:০২

সরাইলে তালা ভেঙে ৩ দোকানে চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সরাইলে তালা ভেঙে ৩ দোকানে চুরি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তালা ভেঙে এক সাথে তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার বাজারে এ ঘটনা ঘটে। সরাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের কাটানিশার বাজারের সুবর্ণা গার্মেন্টস এন্ড ভ্যারাইটিজ স্টোর, ঠাকুর শিল্পালয় ও সাইবার ক্যাফ ফটোস্ট্যাট এন্ড লাইব্রেরী এই তিনটি দোকানের তালা ভেঙ্গে শাটার খোলে চোর চক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। 

সুবর্ণা গার্মেন্টস এন্ড ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মো. মুরাদ খান বলেন, চোর চক্রটি আমার দোকানসহ ৩টি দোকানের তালা ভেঙ্গে কাপড়, স্বর্ণালঙ্কার, কম্পিউটার ও দোকানে রাখা নগদ অর্থসহ মালামাল নিয়ে যায়। আমার দোকানে সিসিটিভির ফুটেজ ছিল। সেই ফুটেজ আমি পুলিশের হাতে দিয়েছি। পুলিশ আশ্বাস দিয়েছেন সিসি ফুটেজ দেখে চোর চিহ্নিত করে গ্রেপ্তার করবেন। 

ইউপি সদস্য মো. ফারুক মিয়া জানান, একই সঙ্গে ৩টি দোকানে চুরির ঘটনা এলাকায় নজিরবিহীন। এর আগে এরকম ঘটনা ঘটেনি। 
সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনাটি তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেব।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর