মুন্সীগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
শনিবার বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডলের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, এই সরকারের পতন ঘটাতে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। তাই হত্যা, নির্যাতন করে চলমান আন্দোলন দমন করা যাবে না। ক্ষমতায় থেকে নির্বাচন করার আওয়ামী সুখ-স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইয়াসিন আলী, সাজেদুল করিম খোকন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মন্ডল, উপজেলা যুবদল নেতা আজহারুল ইসলাম মন্ডল, আনোয়ার ফকির, এরশাদ, ফরিদ অহামেদ, আল আমিন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, এইচ. এম জুয়েল, শ্রমিকদলের আহ্বায়ক পাভেল মন্ডল ও যুগ্ম আহ্বায়ক মজিবর ড্রাইভার প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন