অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সাম্প্রদায়িক সমাবেশ। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকাল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সকল ধর্ম ও বর্ণের মানুষ এক কাতারে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুম আলী বেগ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, ইসলাম ধর্মের প্রতিনিধি জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসাইন, হিন্দু ধর্মের প্রতিনিধি পুলিশ লাইন শিব মন্দিরের সভাপতি আনন্দ মোহন পাল, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি শ্রী প্রবীর বড়ুয়া, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি পাস্টার গিলবার্ট মৃধা ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এনসি বাড়ই।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছি। আমাদের এই বন্ধন অটুট রাখতে হবে। সকল ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, সেজন্য দেশের মানুষকে এক হয়ে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই