কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদ থেকে পাড় ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাটের দুধকুমারের তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ করেন তারা।
সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, নাগেশ্বরীতে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিসহ বেশ কিছু বালু ব্যবসায়ী নদের তীর ঘেঁষে বালু তোলায় ভেঙে পড়ছে বাড়ি-ঘরসহ ফসলি জমি। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। এ কারণে তারা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক রবিউল খাঁন, নদী ভাঙন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবেদ আলী, নাজির হোসেন, সাদিকুল ইসলাম, ওসমান গণি, লিটন ও আজিবরসহ অনেকে।
বিডি প্রতিদিন/এমআই