অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে ঝিনাইদহে র্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগমসহ প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকলেই সম্প্রীতির বন্ধনে অটুট। অসাম্প্রদায়িকতা উসকানীমূলক কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ