৬ অক্টোবর, ২০২২ ১৮:৫০

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ১১ মেয়র প্রার্থীসহ ৯৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে 
১১ মেয়র প্রার্থীসহ ৯৭ প্রার্থীর 
মনোনয়ন দাখিল

সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামি ২রা নভেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। তিন পদে ৯৭ প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বিশ^নাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে ১১ প্রার্থীর মধ্যে দল মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফারুক আহমদ, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সমর্থিত প্রার্থী তালুকদার মো. ফয়জুল ইসলাম ও জমিয়তে ইসলাম মনোনিত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ।  

এছাড়াও, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকদ্দুছ আলী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্যের নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মতিউর রহমান সুমন ও সংগঠক সমছু মিয়া।

এদিকে, পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে ৯ জন, ২নং ওয়ার্ডে ১৫ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ৯ জন, ৭ নং ওয়ার্ডে ৮ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১, ২ ও ৩ নং ৬ জন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ৪ জন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৫ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মনোনয়ন যাচাই-বাছাই ১০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯ জন ও নারী ভোটার ১৭ হাজার ১৯১জন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর