ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ভোররাত থেকেই বাতাস এবং বৃষ্টি থেমে গেছে। সকাল ৯টার দিকে সূর্য দেখা মিলেছে। তবে আকাশ এখনো কিছুটা মেঘলা রয়েছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আজ সকাল সাড়ে ৮টা থেকে ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে এখনো নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টা থেকে ভোলা-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচলের অনুমতি পাওয়া যায়। তারপর থেকেই ওই রুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু ভোলা-ঢাকা ও ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচলের কোনো অনুমতি পাওয়া যায়নি। তাই এখনো ভোলা-ঢাকা ও ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ