“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে ভোলার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাসসহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিডি প্রতিদিন/কালাম