রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাবেরা বেগম (৫০)। নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা তিনি। স্বামীর নাম আলাউদ্দিন (মৃত)। সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন বলে জানা গেছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান। তিনি জানান, সকালে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক