শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
উদ্বোধন শেষে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ আতিক।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সুদর্শন সাহা, ফজলুর রহমান, মোহসীন আলী আকন্দ, তপন সরোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান।
র্যালিতে শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, মডেল গাল্স ডিগ্রী কলেজ, ডা. সেকান্দর আলী কলেজ, শহীদ আব্দুর রশীদ কমার্স কলেজ, নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ, জমশেদ আলী কলেজ,বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা মাধ্যমকি ও সরকারি প্রা. বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ