জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ভাঙ্গায় শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে ভাঙ্গা উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালালউদ্দিন, ভাঙ্গা কাজী মাহবুব উল্ল্যাহ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিল, তারাইল এ এস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমুখ।
'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু'-এ স্লোগানকে ধারণ করে ভাঙ্গার বিভিন্ন কলেজ, মাধ্যমিক স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ