শেরপুরে তুচ্ছ ঘটনায় কিনের আলী (৪০)নামে একজন খুন হয়েছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি সাতপাকিয়া এলাকায় এই ঘটনা ঘটে। কিনের আলী ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চার দিন আগে ওই এলাকার একই গোষ্ঠীর কিনের আলীদের সাথে তুফানু, চান মিয়া,আক্কাছ,শাকিল,মমিন, সেলিমদের জমিতে পানি দেওয়ার সেচ নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির মতো তুচ্ছ ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার রাতে গোষ্ঠির মুরুব্বিদের নিয়ে দু’পক্ষই আপোস মীমাংসায় বসে। এক পর্যায়ে প্রতিপক্ষ ধাড়ালো ক্ষুর দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করলে কিনের আলী ঘটনাস্থলেই মারা যান। গুরতর আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি বছির উদ্দিন বাদল। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।
বিডি প্রতিদিন/কালাম