রাজবাড়ীতে দোলন চক্রবর্তী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে গত ১৬ অক্টোবর হামলা করে ১০ লাখ টাকা ছিনতাই করা হয়। এই ঘটনায় ওই ব্যবসায়ী মডেল থানায় দ্রুত বিচার আইনে এজাহার নামীয় দুই আসামিসহ অজ্ঞান এক আসামির নামে মামলা দায়ের করেন।
বুধবার (২৬ অক্টোবর) অভিযান চালিয়ে মো. খালিদ বিন ওয়ালিদ নামে এক আসামিকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেফতার ওয়ালিদ পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের মো. আজিজুল মন্ডলের ছেলে। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকা থেকে একটি মোটরসাইকেলে তিন যুবক দোলন চক্রবর্তীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এই ঘটনা বুঝতে পেরে একজন মাইক্রোবাস চালক রাস্তা ব্যারিকেড দেয়। ঘটনার সময় পাশে থাকা পুলিশ সদস্য মো. মিজানুর রহমান এগিয়ে আসেন। এরপর টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই তিন ছিনতাইকারী।
তিনি আরও জানান, এ ঘটনার পর ব্যবসায়ী দোলন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা মো. খালিদ বিন ওয়ালিদ নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি লাল রংয়ের এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ