গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় নাইটিংগেল স্কুলে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের পরিচিতি ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠাত অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ, প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা মান্নান মেহেদী, সুলতানা প্রমুখ। পরে ১১ জন গুনী ব্যক্তিকে সম্মননা স্বারক পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ