বরগুনায় র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমি চত্তর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়ের উপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাসনিয়া হাসান অর্পিতার সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. তারিক রহমান, মুক্তিযোদ্ধা ও জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত আলহাজ্ব আ. রশিদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. মোতালেব মৃধা, উপ-পরিচালক বিআরডিবি আ. রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, বিআরডিবি'র চেয়ারম্যান রুহুল আমিনসহ সমবায় সংগঠনের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা আল-আমিন।
বিডি প্রতিদিন/হিমেল