টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৫৩০ জন কৃষককের মাঝে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তন থেকে সার, সরিষা, গম, ভুট্টা, পিয়াজ, খেসারী বীজসহ সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন, বর্তমান সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা হিসেবে সার ও বীজ বরাদ্দ দিয়েছেন। এই উপজেলায় গতবছর সরিষা ও ভুট্টার বাম্পার ফলন হয়েছিল। যে কারণে কৃষকরা সরিষা ও ভুট্টা চাষে বেশি আগ্রহী।
বিডি প্রতিদিন/এমআই