মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে বাঘিয়া গ্রামে রাইজ উদ্দিন মোল্লা তার মেয়ে রাজিয়া বেগম( ১৪) এর বাল্যবিবাহ এর আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার সদর জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও তাৎক্ষণিক আদায়পূর্বক মোবাইল কোর্ট মামলা নিষ্পত্তি করা হয়। মেয়ের অভিভাবক হিসেবে মা-বাবার মুচলেকা আদায় করে আইনানুসারে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার অঙ্গিকার নামায় স্বাক্ষর নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ