সিলেটের বিশ্বনাথে এনজিও সংস্থা সূচনার অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
সূচনা প্রকল্প বিশ্বনাথের পুষ্টি কর্মকর্তা হামিদা হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিবীদ মোস্তফা নুরুল রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেনারি সার্জন
শামীমা সুলতানা, বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের সাবেক সভাপতি কাজী মো. জামাল
উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ সিলেটে অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী মো. ফরাজদুক ভূঁইয়া, সূচনা কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী কাজী তরিকুল ইসলাম, কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. নিজাম উদ্দিন ও গীতা পাঠ করেন সীমা রানী।
সূচনার উপকারভোগীদের মধ্যে সফলতার গল্প ও প্রত্যাশা তুলে ধরেন সফল কিশোরী ফারজানা বেগম, সফল মৎস্য চাসী স্বপ্না আক্তার, জয়িতা কৃষ্ণা রানী মালাকার, ফুল বিবি ও সাজেদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবু আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের অফিস সম্পাদক আবদুস সালাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন
সরকার, উপ-প্রশাসনিক কর্মকর্তা সাদেক আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জামাল উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ