শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমির উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মাছের ঘেরে একটি কুমিরকে ডিম বা থাকার জন্য মাটি খুঁড়তে দেখেন কয়েকজন শ্রমিক। পরে তারা কুমির ধরার জন্য একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটক হয় কুমির। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফিট। উপজেলা প্রাণী সম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়। কুমিরটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।
আলাওলপুরের চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানান। সকালে এটিকে নেওয়ার জন্য বন বিভাগের ঢাকার কর্মীদের আসার কথা রয়েছে। এটি খুলনা বা বাগেরহাটের পানির কুমির। এই ঘেরের পাশে ছোট একটি নদী আছে। তবে কুমিরটি কিভাবে আসল, সেটি দেখার বিষয়।
বিডি প্রতিদিন/এমআই