গাজীপুরে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে বুধবার। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সমম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আনিসুর রহমান এ তথ্য জানান।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ভাওয়াল রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত মেলার প্রথম দিন বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী বের হবে। পরে মেলার উদ্বোধন, ডকুমেন্টারি প্রদর্শন, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রবন্ধ উপস্থাপন এবং দ্বিতীয় দিনে স্মার্ট বাংলাদেশ, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হবে। মেলা চত্বরে বিষয়ভিত্তিক চারটি প্যাভিলিয়নে ৪০টি বিভিন্ন ধরণের স্টল স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: ওয়াহিদ হোসেন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, গাজীপুর জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম