জয়পুরহাটে শুরু হয়েছে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে উত্তরাঞ্চলের ৮টি জেলা দল অংশ নিয়েছে। প্রথম দিনের খেলায় সিরাজগঞ্জ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক জয়পুরহাট। খেলা দেখতে দুর দুরান্ত থেকে হাজারো দর্শক আসেন স্টেডিয়ামের গ্যালারিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (ক্রাইম এন্ড অপস্), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, সদর থানার ওসি সিরাজুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা চেম্বারের সভাপতি আহসান কবির এ্যাপ্লব, জয়পুরহাট-১ আসনের এমপি পত্নী মেহের নিগার শিউলি, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ খেলায় রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, রংপুর ও স্বাগতিক জয়পুরহাট জেলা অংশগ্রহণ করেছে। এর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর।
বিডি প্রতিদিন/এএম