কিশোরগঞ্জের বাজিতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বাজিতপুর উপজেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে। বাজিতপুর উপজেলার সবকটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বার কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ