ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ছিটকে পড়ে আহত হন। ঘটনাস্থলে স্ত্রী ইভা আক্তার (২৫) মারা যান। আহত স্বামী রবিউল ইসলাম (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কুমিল্লা বুড়িচং উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে। আহত রবিউল ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনার পর আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আহত রবিউলকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা সিসি ফুটেজ নেয়ার চেষ্টা করছি। তারপর কারণ জানা যাবে। তবে দুর্ঘটনার পর লরিটি দ্রুত বেগে চলে যায় বলে জানতে পারছি।
বিডি প্রতিদিন/এএম