আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাদীস মুহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সাইফুদ্দীন গিয়াস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তালুত, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে’সহ স্থানীয় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বুদ্ধিজীবীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০০ মোমবাতি প্রজ্জ্বলিত করে ১ মিনিট নীরবতা পালন করা হবে। এদিন সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং দুপুরে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, কুচকাওয়াজ ও ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই