পাবনায় আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে বানানো হয়েছে ৬০০ ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা। এই পতাকা দেখে ব্রাজিল সমর্থকরা সাধুবাদও জানিয়েছেন তাদের। জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে এই পতাকা বানানো হয়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় সবার উচ্চকণ্ঠে আর্জেন্টিনা আর মেসির শ্লোগান। পরে র্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টানিয়ে রাখেন আর্জেন্টিনার পতাকা।
আর্জেন্টিনার সমর্থকরা বলেন, তাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে তারা এই পতাকা তৈরি করেছেন। তাদের আশা, এবার দুর্দান্ত খেলে ফাইনাল জিতে মেসির হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। তাদের এই উদ্যোগ ও ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষও।
এদিকে, আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানিয়েছেন ব্রাজিলের সমর্থকরাও। একই গ্রামের ব্রাজিলের সমর্থক আতাউর রহমান বলেন, আমি নিজে ব্রাজিল দলের সমর্থক। কিন্তু গ্রামের যুবকরা আর্জেন্টিনাকে ভালোবেসে যে কাজ করছে, তা সত্যি প্রশংসার। তাদের ধন্যবাদ জানাই।
তবে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বর্তমানে অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের কাজকে পাগলামি অবহিত করেছেন। ফুটবল খেলার দর্শক হিসেবে সমর্থন থাকতেই পারে, তাই বলে টাকা খরচ করে এমন পাগলামির প্রশ্নই ওঠে না। যারা কাজটি করেছেন, তারা অবশ্যই অপচয় করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী বলেন, আর্জেন্টিনার সমর্থকরা ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন। তাদের এই ভালোবাসাকে সাধুবাদ জানাই।
বিডি প্রতিদিন/এমআই