গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের (শতামেক) নুতন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডা. মো: মহিউদ্দিন মাতুববর। তিনি বৃহস্পতিবার সকালে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার সরকারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় কলেজের শিক্ষক সমিতিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি বাগেরহাট জেলার সরণখোলা থানার সোনাতলা গ্রামে।
বিডি প্রতিদিন/এএম