গাজীপুরের শ্রীপুরে টাকা ছিনিয়ে নিতে এক কর্মীকে খুন করা হয়েছে। খুনের পর তার লাশ হাসপাতালে পৌঁছে দিয়েছে হত্যাকারীরা। ঘটনার প্রায় আড়াই বছর পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহষ্পতিবার গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতের নাম-হাসান ইবনে মারুফ আনসারী (২৪)। সে গাজীপুরের শ্রীপুর থানাধীন নোয়াগাঁও এলাকার মৃত জালাল উদ্দিন আনসারীর ছেলে।
গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। শ্রীপুর থানা পুলিশ এ হত্যা মামলার রহস্য উদঘাটন করতে না পারায় পিবিআই’কে মামলাটি তদন্তের নির্দেশ প্রদান করে পুলিশ হেডকোয়ার্টার্স। পিবিআই’র তদন্ত কর্মকর্তা তথ্য প্রমাণের ভিত্তিতে খুনের এ ঘটনায় জড়িত হাসান ইবনে মারুফ আনসারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাসান নিজেকে জড়িয়ে খুনের এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের নাম উল্লেখ করে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এরপ্রেক্ষিতে ক্লুলেস এ ঘটনার প্রায় আড়াই বছর পর চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উন্মোচন হয়েছে।
বিডি প্রতিদিন/এএম