গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছোরা, চাপাতি, লোহার রড, রশিসহ ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ঝাজর বাইপাস রোডের ভাই ভাই অটোসার্ভিসং সেন্টারের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার (এসি) মিডিয়া চৌধুরী মো: তানবীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে দুপুর সোয়া দুইটার দিকে মহানগর গোয়েন্দা-ডিবি (দক্ষিণ) পুলিশের একটি টিম গাছা থানাধীন ঝাজর বাইপাস এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পুলিশ শফিকুল ইসলাম (৪২), শাহজাহান (৪৫), বকুল (৪৮) ও নয়ন মিয়া (৩৩) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, ৩টি ছোরা, লোহার রড ও রশি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে গাছা থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ