ভোলায় জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মিছিলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
এই আনন্দ মিছিল করতে এসে মো. হাসান নামে এক কর্মী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। হাসান ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ আলী ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপির কর্মী ছিলেন।
হাসানের পরিবার জানায়, বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সাথে যান হাসান। জেলা বিএনপির আনন্দ মিছিলের একটু আগে অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব রাইসুল আলমসহ নেতৃবৃন্দ মৃত হাসানের বড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল