‘‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’’প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা প্রশাসন আয়োজিত মেলার সমাপনী দিনে জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠান সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন-সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের উপ-সচিব মো: সালাহউদ্দিন, বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ওয়াহিদ হোসেন। ওই সময় মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আনিসুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মো: আমিনুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, এ মেলায় বিষয় ভিত্তিক চারটি প্যাভিলিয়নে ৪০টি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য অধিদপ্তর, জেলা পাসপোর্ট অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ