ময়মনসিংহের ফুলপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকারের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ -এর উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, মাদকের কারণে অনেকের জীবন বিপন্ন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ। এর কারণে ভেঙে যাচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন। সামাজিক আন্দোলন ছাড়া এ ব্যাধি সমাজ থেকে দূর করা সম্ভব নয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে এ রোগ দূর করা সম্ভব। এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, পৌর মেয়র মিঃ শশধর সেন, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ