গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা’ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই বই মেলার উদ্ভোধন করা হয়। বাই মেলা উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাবা মিয়া। পরে সপিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কবি ও কথা সাহিত্যিক অমূল্য সরকার, লেখক ও সংবাদিক ফারদিন ফেরদৌস, মালেক চৌধুরী ম্যামোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইজু উদ্দিন খান, আইএফআইসি ব্যাংক সফিপুর শাখার ব্যবস্থাপক শাহরিয়ার বুলবুল, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।
আয়োজক কমিটি জানায়, বৃহস্পতিাবর থেকে শুরু এই বইমেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে তিন দিনব্যাপী। এবার এই বইমেলায় থাকছে দেশি-বিদেশিসহ শিশু কানুন থেকে শুরু করে উপন্যাস, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী, কবিতা, ধর্মীয়, গল্প ভ্রমণ ও বিভিন্ন গল্পেরসহ প্রায় ত্রিশ হাজার বই। এছাড়াও রয়েছে বইয়ের ছয়টি স্টল, স্টল গুলোর নাম করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বই ঘর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বইঘর, পল্লীকবি জসীমউদ্দীন বই ঘর, শুকান্ত ভট্টাচার্য বইঘর, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বইঘর, কবি জীবনানন্দ দাশ বইঘর। তিন দিনব্যাপী এই বইমেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও অভ্যাস গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে।
বিডি প্রতিদিন/এএ