‘দূষণমুক্ত পরিবেশ চাই, সুন্দর বালিয়াকান্দি গড়তে চাই’-শ্লোগানকে সামনে নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হেল্পলাইনের সদস্যরা বালিয়াকান্দি বাজারের বিভিন্ন স্থানে ৮টি ডাস্টবিন, ১৫০টি ঝুড়ি ও ময়লা ফেলার হাতা বিতরণ করেন।
কর্মসূচিতে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী শরীফ খন্দকার লিটন, প্রতিষ্ঠাতা রজনী মিলন, সভাপতি মেহেদী হাসান মিলনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী শরীফ খন্দকার বলেন, দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমার এই ধরনের কার্যক্রম। এই শীতে শীতবস্ত্র বিতরণ করবো। দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্য নিয়েই আমাদের আজকের কর্মসূচি।
বিডি প্রতিদিন/এমআই