নেত্রকোনার পূর্বধলায় সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খলিশাউরা ইউনিয়নের বালুচরা তালতলা বাজারের মোড়ে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তালতলা বাজার এলাকায় সড়কের পাশে কলাবাগানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
খলিশাউড়া ইউনিয়ন পরিষদ চেয়াারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠানো হয়েছে। পেটে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, গত দুই দিন আগে মেরে এখানে ফেলে রাখতে পারে। নাম-পরিচয় সন্ধানের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই