টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোনা মিয়ার বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বনের পাশ থেকে স্ত্রী সাহিদা আক্তারের (৪২) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাহিদার ভাই নিয়াজ আলী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বনের ভেতর লাকড়ি কাটতে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রী কথা কাটাকাটি করে। এক পর্যায়ে স্বামী সোনা মিয়ার হাতে থাকা দা দিয়ে স্ত্রীর পেটে ও মাথার মধ্যে এলোপাতাড়ি কুপ দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী সাহিদা মারা যায়। প্রতিবেশীরা দৌড়ে আসলে স্বামী সোনা মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাহিদার ছেলে সাজ্জাদ হোসেন বলেন, আমার বাবা একাধিক বিয়ে করেছেন। তিনি এখন ঢাকা থাকেন। গত রবিবার ঢাকা থেকে গ্রামে এসে অন্য স্ত্রীর সাথে একদিন থাকার পর আমাদের বাড়িতে আসেন। শনিবার সকালে আব্বা আর মা একসাথে খাবার খেয়ে লাকড়ি কাটতে বনের ভেতরে যায়। সেখানে কথা কাটাকাটি করে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বাবা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই