বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কৃষক শ্রমিক মেহনতি মানুষসহ জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, দেশের মানুষ গভীর সংকটকাল অতিক্রম করছে, চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তারপরও প্রতিদিন দ্রব্যমূল্যের দাম অব্যাহতভাবে বাড়ছে। বিপরীত দিকে জনগণের আয় ক্রমাগতভাবে কমছে, শিক্ষার মান গুণগতভাবে কমছে, শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বাড়ছে, দেশে কর্মসংস্থান নেই। বৈদেশিক ঋণের বোঝা না বাড়িয়ে বিদেশে পাচারকৃত টাকা ফেরত নিয়ে আসা এবং দুর্নীতি বন্ধ করে বর্তমান সংকট মোকাবিলার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আখতার আজিজের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, জেলা সদস্য রাসেল শাহীন ও সঞ্জিত প্রসাদ জিতু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই