নারায়ণগঞ্জে আলুর বীজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল সংখ্যক ভয়ানক মাদক আইস ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় মো. হোসেন (৩২) ও আবু হানিফ (৩৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। পরে মাদকবাহী ট্রাকসহ ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন। আটক মো. হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজে জড়িত রয়েছেন। আবু হানিফ তার সহযোগী হিসেবে কাজ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ট্রাকটিতে আলুর বীজ সরবরাহের আড়ালে মাদকের এ চালান চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশে পাচার করা হচ্ছিল। শুক্রবার রাত সোয়া একটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিসহ থানা পুলিশের একটি দল সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করি।
একপর্যায়ে আলুর বীজ বোঝাই একটি ট্রাকের চালকের গতিবিধি সন্দেহ হলে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় আলুর বীজের আড়াল থেকে বিপুলসংখ্যক আইস ও ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পরে ট্রাকের চালক মো. হোসেন ও আবু হানিফকে আটক করা হয়।
এই মাদক চালানের মূল হোতা আনোয়ার। এ চালানটি তারই বুঝে নেয়ার কথা ছিল। তাকেসহ মাদকের অর্থ যোগানদাতাকে আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে এসব আইস ও ইয়াবা বাংলাদেশের কোনো দুর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি অন্য কোনো দেশ থেকে আনা হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই