বাগরহাটের ফকিরহাটে ৩৭৭টি কচ্ছপসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ও ফকিরহাট উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই ৩ কচ্ছপ ব্যবসায়ীদের আটক করে। আটক ৩ কচ্ছপ ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় র্যাব-৬ ও তাদের কাছ থেকে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার করে। শনিবার র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফকিরহাটে ৩৭৭ট কচ্ছপসহ ৩ ব্যবসায়ীকে আটকের পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন। এসময় র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার নুর মোহাম্মাদের ছেলে মো. মনিরুজ্জামান (৩৭), সোহরাব হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।
বিডি প্রতিদিন/হিমেল