একদিন পেছালো লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। পরিবর্তিত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর। ওই দিন লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২১ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
তিনি জানান, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সম্মেলনের তারিখ পিছানো হয়েছে। ফলে ২১ নভেম্বরের পরিবর্তে ২২ নভেম্বর তারিখ পুনঃনির্ধারণ করা হয়। ওইতারিখে যথাযথভাবে সম্মেলন সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনে উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি থাকবেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা থাকবেন শাহজাহান কামাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হারুনুর রশীদ, বেগম ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, আনোয়ার হোসেন খান এমপি।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ। ওই সময়ে গোলাম ফারুক পিঙ্কুকে সভাপতি ও অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৮ বছর পর অবশেষে ঐতিহ্যবাহি এ সংগঠনের ত্রি-বার্ষিক জেলা সম্মেলন আগামী ২১ নভেম্বর নির্ধারিত হলেও তা এখন পরিবর্তিত হয়ে ২২ নভেম্বর করা হয়েছে। প্রায় এক লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে সম্মেলনকে সফল করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠের পূর্ব পাশে মঞ্চ তৈরীর কাজও অনেকটা শেষ পর্যায়ে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। শহরজুড়ে পদ-প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও নিজেদের অবস্থান জানান দেয়ার প্রচারনায় এখন সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্রে।
বিডি প্রতিদিন/এএম