মেহেরপুরের গাংনীতে মায়ের উপর অভিমান করে লিজা আক্তার শান্তা (১৬) নামে এস এস সি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এসএসসি পরিক্ষার্থী শান্তাা গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার বাহারাইন প্রবাসী জালাল উদ্দিনের মেয়ে। সে এবার করমদি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়েছিলো।
শান্তার চাচার রেজাউল হক জানান, সকালের দিকে শান্তার মা তাকে বকা বকি করে। এতে সে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে স্থানীয় সন্ধানি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর আলম তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ