খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৬ টা থেকে মাটিরাঙ্গা পৌর সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব রবিবার রাতে এ আদেশ জারি করেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ এবং উপজেলা বিএনপির সমাবেশ এবং কাউন্সিলের অনুমতি চাওয়া হয়। একই দিন একই এলাকায় পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি দেয়ায় জননিরাপত্তার কথা বিবেচনায় সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
সকাল থেকে দুই রাজনৈতিক সংগঠনের নির্ধারিত সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়ন করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল