আদালত চত্ত্বর থেকে পালানো দুই জঙ্গির মধ্যে আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেটেশ্বর গ্রামে। এ কারণে জেলা পুলিশ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বাড়তি সতর্কতা অবস্থান অবলম্বন করেছেন।
রবিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেল করে আসা চার জঙ্গি তাদের ছিনিয়ে নেয় পুলিশের কাছ থেকে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়।
বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নুর হাসান কবির জানান, ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর বিকেলে পুলিশের বিশেষ শাখা থেকে সতর্কতামূলক চিঠি এসেছে। একই সঙ্গে ওই দুই জঙ্গির নাম ও ছবি পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের আটকাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
অপর পলাতক জঙ্গি মইনুল হাসান শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরে।
বিডি প্রতিদিন/হিমেল