অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে লালমনিরহাটের পাটগ্রামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যের যাবজ্জীবন ও একজনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে লালমনিরহাট দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা লালমনিরহাট জেলা কারাগারে আছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন আসাদুজ্জামান ওরফে আপেল, শফিক ইসলাম, মোখলেছার রহমান ও ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন আবু জাহিদ ওরফে জাহিদুল ইসলাম ওরফে রুমেল। তাদের বাড়ি পাটগ্রাম উপজেলার সোহাগুর ও রসুলগঞ্জ।
২০১৮ সালের ৮ আগস্ট রাতে বিশেষ অভিযান চালিয়ে রংপুর র্যাব-১৩ এর একটি দল পাটগ্রামের পোস্ট অফিস এলাকা থেকে তাদের আটক করেছিল। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি পিস্তলের গুলি, একটি ম্যাগজিন, দুটি শুটার গান, শুটার গানের দুটি গুলি, কয়েকটি মোবাইল ও ৬০টি জিহাদি বই উদ্ধার করে র্যাব। তারা গোপন একটি স্থানে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছিলেন।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আকমল হোসেন।
বিডিপ্রতিদিন/কবিরুল