সিরাজগঞ্জের এনায়েতপুরে শামসুল হক মোল্লা (৫০) নামে এক কৃষি শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সকালে পুলিশ এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। মৃত শাসসুল হক মোল্লা সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে।
এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা সৈয়দপুরে একটি ক্ষেতের মধ্যে শামসুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ক্ষেতে ফেলে রেখেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা