রংপুরে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ায় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা শরীরে বন্দুক ঠেকিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে। বর্তমান সরকার পুলিশকে তাদের পেটোয়া বাহিনীতে পরিণত করে বিএনপির নেতাকর্মীদের হত্যাসহ নির্যাতন চালাচ্ছে। আমরা রংপুর থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন-নবী ডনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ