সিরাজগঞ্জের বেলকুচিতে ছয় বছর বয়সী শিশু ইমন হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও দুইজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-বেলকুচি
উপজেলার চকমকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও মো. ওসমান। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়,বেলকুচি উপজেলার চর মকিমপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. চাঁন মিয়া ও মোছা. মমতা খাতুনের ৬ বছর বয়সী শিশু সন্তান ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। এক সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি দুপুরের দিকে মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে ওইদিন বিকেলে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে আসামি আল-আমিন ও মো. ওসমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
এ মামলায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ গ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ৫ আসামিকে যাবজ্জবীন কারাদণ্ড দেন। মামলার বাকি দুই আসামি আলহাজ্ব ও গোলামকে বেকসুর খালাস দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম