চাঁদপুরে কোস্টকার্ড অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তারেক আহমেদ এর নেতৃত্বে চাঁদপুর পুরান বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ